উলিপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌মে পা‌নি‌তে ডু‌বে বেলাল মিয়া (৭) ও রোকাইয়া খাতুন (৮) না‌মের দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। তারা আপন মামা‌তো-ফুফা‌তো ভাইবোন। বৃহস্প‌তিবার (২৯ জুন) বি‌কে‌ল ৫টার দি‌কে উলিপুর উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের কাশা‌রিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘ‌টে। বেলাল ওই এলাকার ম‌শিউর রহমা‌নের ছে‌লে এবং রোকাইয়া রংপুর তারাগঞ্জ এলাকার র‌বিউল ইসলা‌মের মে‌য়ে।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, গত দু’দিন আগে মামা ম‌শিউর রহমা‌নের বা‌ড়ি‌তে ঈদের দাওয়াত খে‌তে যায় শিশু রোকাইয়া। আজ বৃহস্প‌তিবার বিকেলে মামা‌তো ভাই বেলালসহ খেল‌ছিল তারা। এসময় সবার অজা‌ন্তে বা‌ড়ির পা‌শে বামনি নদীতে (ছোট নদী‌) গোসল ক‌রতে না‌মে। দীর্ঘ সময় তা‌দের দেখ‌তে না পে‌য়ে স্বজনরা খোঁজাখুঁ‌জি শুরু করে। প‌রে ওই নদী‌তে তা‌দের লাশ ভাস‌তে দেখে মৃত‌দেহ উদ্ধার করা হয়। ন‌দীর ঘা‌টে শিশু দু‌টির পর‌নের কাপড় প‌ড়েছিল ব‌লেও জানান স্থানীয়রা।

বিষয়‌টি নি‌শ্চিত উলিপুর থানার ও‌সি (তদন্ত) রুহুল আমিন ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published.