ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) ঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম চূড়ান্তভাবে দাখিল করার জন্য অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬/১২/২০২৪ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রমতে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফরম পূরণ (eFF) সম্পন্ন করে চূড়ান্তভাবে দাখিল করেননি অথবা দাখিল করতে পারেননি সে সকল প্রতিষ্ঠান প্রধানকে আগামী ২৮/১২/২০২৪ ইং তারিখের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ পূর্বক চূড়ান্তভাবে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ফরম পূরণ ও চূড়ান্তভাবে দাখিল করার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধার সম্মুখীন হলে মোবাইল নং- ০১৩০২-৪৬০৩৫৬ এ যোগাযোগ করে বিষয়টি সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।