হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা ঃ
ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বাইডেন ও ওবামা প্রশাসনকে দুষেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেছেন, ডেমোক্রেট প্রশাসনের ডাইভারসিটি নীতির কারণে চাকরি পেয়েছেন অযোগ্য অশ্বেতাঙ্গরা। এদিকে, উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স।
হোয়াইট হাউজে ট্রাম্প দাবি করেন, বিমানের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে উচ্চ বুদ্ধিমত্তার প্রয়োজন। এটা জানার পরও শ্বেতাঙ্গ কর্মী দূর করতে ডাইভারসিটি নীতির ওপর ভর করে এই খাতে কম বুদ্ধিমত্তার অশ্বেতাঙ্গদের নিয়োগ দিয়েছে সাবেক ডেমোক্রেট প্রশাসন। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্রেটরা রাজনীতিকে এতোটাই নিচের স্তরে নিয়ে গেছেন যা কেউ কখনো দেখেনি।
ট্রাম্পের দাবি, তার প্রশাসন যোগ্যদের নিয়োগ দিলেও ডেমোক্রেটদের ধারণা ছিলো বিপুল সংখ্যায় শ্বেতাঙ্গদের চাকরি দেওয়া হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ-এফএএতে ভারপ্রাপ্ত প্রশাসক নিয়োগ দিয়েছেন তিনি।
এদিকে, সুষ্ঠু তদন্তের জন্য পর্যাপ্ত সময় লাগবে উল্লেখ করে আগামী ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের আশাবাদ জানিয়েছে জাতীয় যান চলাচল সুরক্ষা বোর্ড-এনটিএসবি। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদী থেকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে। ওই দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানের ৬৪ আরোহী আর সামরিক হেলিকপ্টারের তিন সেনার সবাই নিহত হয়েছেন।