কনে খোঁজা

কনে খোঁজা 
কবিঃ এ কে সরকার শাওন
নাতী আমার সেজেছে বর
কনে কোথায় পাই!
চলো বন্ধুরা সগৌরবে
কনে খুঁজতে যাই!
কনে হবে ক্যানভাসে আঁকা
সফেদ ডানাকাটা পরী!
যার ঝলকে জ্ঞান হারাবে
গুনী মুনি পন্ডিত ঋষি!
যেই কথা সেই কাজ
শুরু দেশ বিদেশ ভ্রমনে!
যেমন করে খুঁজে আনবোই
মনের মত কনে!
বরেন্দ্রতে শতেক খুঁজেছি
কাউকে ধরেনি নাতীর মন!
বঙ্গ-হরিকেলে নিস্ফল খোঁজা
গৌড়েও অরণ্যের রোদন!
কেউ বাট্টু, কেউ লম্বু,
কারো জিরাফের মত গ্রীবা!
সাত ভাইয়ের সুন্দরী বোন
একেবারে গবেট হাবাগোবা!
জাতে মানে মানানসই
শিক্ষায় ভোলে মন!
তামাটে গড়ন দেখার পরে
বিগড়ায় নাতীর মন!
আমেরিকা, ইউরোপ,
অস্ট্রেলিয়ায় ও খুঁজেছি বেশ!
সবখানেই নাতী মুখ বাঁকায়
তার পছন্দের নাই শেষ!
মেরু-মরু প্রান্তিক-প্রান্তরে
দেশে দেশে ঘুরে!
সুদানের জুবায় বন্ধুরা কাহিল
নীল নদের তীরে।
চলো ভাই, দেশে ফিরি,
কনে দেখা মিশন শেষ করে।
উকিল সাহেবের এহেন ঘোষনায়
নিমিষেই বিলীন দলের মান!
বিছানায় সটান শুয়ে কামাল,
ঠেসে বসা হতাশ সুব্রত!
টেবিলে ঝিমায় উদাসী শাওন,
জিএম সিগারেট ফুঁকছে সতত!
রাতের ফ্লাইটে বাড়ী ফেরা,
সবে গোছায় লাগেজ ব্রিফকেস!
পরাজয়ে সবার মন পুড়েছে
অপমানের নাই শেষ!
মেঘনা পার হয়ে গাড়ী
ছুটছে নবীনগরের পানে!
অপরূপ দৃশ্য স্বর্গ সাদৃশ্য
ভ্রুক্ষেপ নাই কোন জনে!
চায়ের বড্ড তেষ্টা পেয়েছে,
সামনে গাড়ী থামাও ভাই!
শ্রীরামপুরে তে রাস্তার মোড়ে
দুধ চায়ের তুলনা নাই!
চায়ের ধোঁয়ার আবছায়ায় দেখি
অনতিদূরে তিন রূপসী অতি;
মাঝের নিকিতা নিশ্চিত অনিন্দিতা,
নাতীর মনে ধরেছে অতি!
পাশের গ্রাম গোপালপুরে ধাম
সব জেনেই নিয়েছি পিছে!
জাত কুল মান সবই মানান
শুভ কাজে দেরী কেন মিছে!
পরিচয় পর্বে বুক ভরে গর্বে
সে বন্ধু শমছির নাতনী!
পয়েন্টে পয়েন্টে মিললো বলে
বহে খুশীর ঝলকানি!
দ্রাবিড়-পাঠান-হুন-আমেরিকান
তুর্কি-চৈনিক-স্প্যানিশ-নেপালী;
চোখে দিয়ে আঙ্গুল, নাতী ভাঙ্গালো ভুল
সেরা ত্বন্বী রূপসী বাঙ্গালী!
করোনার পরে ধুমধাম করে
বাজবে নাতীর বিয়ের সানাই!
তোমরা সবে আসবে কিন্তু
সবিনয়ে দাওয়াত দিয়ে যাই!

Leave a Reply

Your email address will not be published.