কবিতা-কোন এক বিষন্ন দুপুরে যদি আমাকে মনে পড়ে

কোন এক বিষন্ন দুপুরে
যদি আমাকে মনে পড়ে

সাংবাদিক ও লেখকঃ “আশিক হাসান সীমান্ত”

দু’ফোটা জল আসে
চোখের কোনে-
শোনো, আমার প্রিয়তম!
তুমি ওদের ঝরতে দিও।

যদি কখনও
নৈরাশায় বাঁচে জীবন
তুমি হতাশ হয়ো না।
তুমি শূন্যদৃষ্টিতে চেয়ো আকাশের পানে,
জেনে রেখো, আমি আছি
মুখরিত পাখিদের কলতানে।

যদি কোনো এক অলস বিকেলে
স্মৃতিরা পাখনা মেলে
তোমার মনের আঙিনায়-
ওদের বন্দী করো না,
আর নতুন কোনো ছলনায়।
শোনো আমার প্রিয়তম
তুমি ওদের উড়তে দিও।

যদি কখনও বিষাদের রাত আসে
চাঁদটাও বিদ্রুপের হাসি হাসে
তারাদের মেলা দেখো আপন মনে,
গুন গুন করে গান গেয়ো আনমনে।
তখন যদি মনে পড়ে আমায়,
সন্ধ্যে তারাটার দিকে চেয়ে দেখো
কি প্রগাঢ় অভিমানে ও দেখছে তোমায়।

Leave a Reply

Your email address will not be published.