কবি মোম্মাদ আককাস আলীর “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইয়ের মোড়ক উন্মোচন

মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর :  দৈনিক মহাদেবপুরের খবর এর প্রকাশক ও সম্পাদক, বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলীর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে পানকৌড়ি সী ফুড রেষ্টুরেন্টে বরেন্দ্র সাহিত্য-সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আককাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি,সাহিত্যেক ও কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ’সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের উপদেষ্টা সাহিত্যিক, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মো.আফজাল হোসেন, অধ্যক্ষ কবি আরিফুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক কবি ড.আমিরুল ইসলাম কনক,মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক, পুন্ডু সাহিত্য সংসদের সভাপতি কবি আব্দুর রাজ্জাক রঞ্জু,গণমানুষের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক কবি মাসুদ রানা, বগুড়া জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি আজিজার রহমান তাজ, কবি আমিনুল ইসলাম, কবি মাহফুল আখতার,নেত্রকোনার কবি মো.জাকির হোসেন,কবি আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কবি নুর ইসলাম চৌধুরী, কবি তোফাজ্জল হোসেন, ড.কবি মতিউর রহমান, মেহেরপুরের কবি ড.দিলারা পারভীন ,খুলনার কবি সাদিয়া চৌধুরী, কবি সিরাজুল ইসলাম মন্টু, নাটোরের কবি এম এ মান্নান শেখ,কবি ও গীতিকার গুলজার রহমান, কবি আব্দুল হান্নান, কবি আব্দুল্লাহ আল ওয়াদুদ, কবি সাদিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.