কালাইয়ে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ ও কীটনাশক বিতরণ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বাঁচলে কৃষক বাঁচাবে দেশ, উন্নয়নের বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে কালাই উপজেলার সিনজেনটার পরিবেশক আসিফ আহমেদ এর উদ্যোগে কালাই পৌর শহরের ওমর কিন্ডারগার্টেন স্কুল মাঠে ঢাকা ব্যাংকের সিএসআর প্রোগামের আওতায় ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় উপজেলার পাঁচশ প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।

এসময় যারা উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, সিনজেনটা সেন্ট্রিগো ম্যানেজার খন্দকার ইমরান হোসাইন, কালাই উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাফিজার রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সালজারুল আলম,উপ সহকারী কৃষি অফিসার আতিকুর রহমান, ঢাকা ব্যাংকের অফিসার রাশেদুন্নবী রানা, বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ুন কবির তালুকদার প্রমুখ।

এছাড়াও উপজেলার প্রান্তিক কৃষক ও বিভিন্ন উপজেলার সিনজেনটার পরিবেশকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.