কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: চলতি মৌসুমে সরকারিভাব জয়পুরহাটের কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার পহেলা ডিসেম্বর বিকালে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
এ সময় আরও উপস্হিত ছিলেন কালাই উপজেলার খাদ্য নিয়ন্ত্রক  আবু সালেহ মোঃ ইমরান,কালাই সদর খাদ্য গুদামের এল,এস,ডি অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ি খাদ্য গুদামের ইনচার্জ এনামুল হক,বিএনপি নেতা আনিছুর রহমান, কালাইয়ের মিলার মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ,সাধারণত সম্পাদক  মোঃ হুমায়ন কবির তালুকদার সহ চাতাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবার কালাই উপজেলার দুইটি খাদ্য গুদামে সরকার ২ হাজার ১৯২ মেট্রিকটন সিদ্ধচাল৪৭ টাকা দরে,ধান ৮২৮ মেট্রিকটন ধান ৩৩ টাকা দরে এবং আতব ২২৬ মেট্রিকটন ৪৬ টাকা দরে সংগ্রহ করবেন।

Leave a Reply

Your email address will not be published.