কালাইয়ে তারুণ্য উৎসব উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই  প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৪” উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে চত্ত্বর থেকে একটি র‍্যালী।উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ  করে উপজেলা পরিষদ মিলনায়তনে  এসে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা জনস্বার্থ প্রকৌশলী কর্মকর্তা মোঃ আলামিন হোসেন প্রমুখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা ।

Leave a Reply

Your email address will not be published.