কালাইয়ে শহীদ পরিবারের পাশে জয়পুরহাট জেলা প্রশাসক

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা  প্রতিনিধি:  জয়পুরহাটে কালাই উপজেলার তালখুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রিতা আক্তারের পরিবারের সাথে  শনিবার বিকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় তিনি উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, এনডিসি আব্দুল্লাহ আল মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্র প্রতিনিধি তানিম সরকারসহ আরো অনেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রিতা আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।

Leave a Reply

Your email address will not be published.