কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

মোঃ মোকাররম হোসাইন কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:  জয়পুরহাটে কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালাই বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালাই পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আক্তার জাহান । উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায়
এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা জনস্বার্থ প্রকৌশলী কর্মকর্তা মোঃ আলামিন হোসেন প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন সামাজিক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.