শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ করার সফল করার লক্ষে কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষকদলের সদস্য সচিব সিকদার সালাউদ্দীন, যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, মনিরামপুর পৌর কৃষকদলের আহবায়ক মোস্তফা আনোয়ার। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল ইসলাম কচি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কে.এম আজিজুর রহমান আজিজ।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, ত্রিমোহিনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মহির উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাগরদাঁড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মজিদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইকবল হোসেন, সুফলাকাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল কালাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহাজাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদ, হাসানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক মোস্তফা মোড়ল।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, যশোর জেলা কৃষকদলের সদস্য সুরঞ্জিত তরফদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজসহ উপজেলা ও সকল ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।