শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ যশোরের কেশবপুরে বন্যার্ত মানুষের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার (৫ অক্টোবর) সকালে যশোর জেলা বিএনপির উদ্যোগে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রসহ মধ্যকুল, বালিয়াডাঙ্গা, আলতাপোল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩’শত পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিঁড়াসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ সামগ্রী পেয়ে বিএনপির নেতৃবৃন্দের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ শেষে যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দেশ ও জনগণের সকল দুর্যোগে দুর্বিপাকে বিএনপি সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে। সারাদেশে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপির পক্ষ থেকে কেশবপুর উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর করির, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, যশোর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজনসহ জেলা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।