কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

শামীম আখতার, বিভাগ প্রধান (খুলনা) : যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এ বছর “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিবাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন সভাপতিত্ব করেন।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ডিজিএম আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, জীবন বীমা কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার বিল্পব কুমার হালদার। ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার জামাল উদ্দিন সরদার, ইউনিট ম্যানেজার নাজমা বেগম।

উল্লেখ্যে, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। বঙ্গবন্ধুর সেই যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ সরকার। তারপর থেকেই প্রতিবছর দিবসটি বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাংবাদিক কামরুজ্জামান রাজু, রনি হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গরা।

অপর দিকে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ত্রিমোহিনী ইউনিটের উদ্যোগে কেশবপুর পৌরশহরের মেহের আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিট কার্যালয়ে বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.