কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ৯’হাজার টাকা জরিমানা

শামীম আখতার (খুলনা) :  যশোরের কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যবসায়ীকে ৯’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পাঁজিয়া বাজারে মুদি ব্যবসায়ী শংকর দেবনাথকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫’হাজার টাকা জরিমানা এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে পৌরশহরে সাকিব বস্ত্রালয়ের মালিক ফারুক হোসেনকে ২’হাজার টাকা এবং ধানসিঁড়ি বস্ত্র নিপনীর মালিক মিঠুন সেনকে ২’হাজার টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

 

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুদি ব্যবসায়ী শংকর দেবনাথকে ৫’হাজার টাকা এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে পৌরশহরে সাকিব বস্ত্রালয়ের মালিক ফারুক হোসেনকে ২’হাজার টাকা ও ধানসিঁড়ি বস্ত্র নিপনীর মালিক মিঠুন সেনকে ২’হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.