কেশবপুরে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহাকবির স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি মধু মঞ্চে ওই আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যশোরের যুগ্ম মহাপরিচালক আবু জায়েদ পারভেজ, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) হাবিবুর রহমান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) ৪৯ এর এ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সোহেল আল মুজাহিদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আল-আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রতিনিধি এস কে সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মজনু হোসাইন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাবেক ইউপি সদস্য শাহজাহান প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। 

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে আগামী ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হবে। এই মধুমেলায় বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, উর্দ্ধতন কর্মকর্তা ও দেশবরেণ্য কবি, সাহিত্যিকদের আগমন ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার মধুপ্রেমীদের আগমনে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। সেজন্য মেলা প্রাঙ্গণে আইনশৃংখলার পরিস্থতি সমুন্নত এবং মধুমেলার মান অক্ষুন্ন রাখতে জেলা প্রশাসনের আইন শৃংখলা বিষয়ক সভায় সিদ্ধান্ত হয় যে, এবারের মধুমেলায় কোন প্রকার জুয়া, মাদক, সন্ত্রাসী, নারী উত্ত্যক্তকরণ ও অশ্লীলতা পরিহার করতে প্রশাসনের কঠোর নজরদারি জোরদার করা হবে। এছাড়াও গোটা মেলায় শতাধিক সিসি ক্যামেরার আওতায় এনে পর্যাবেক্ষণ করা হবে। তবে, প্রতিবছর মধুমেলায় দেশের বিভিন্ন জেলা থেকে মধুপ্রেমীদের আগমন ঘটে। মেলা চলাকালীন সময়ে প্রতিদিন রাত বারোটার পরে মধু মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্যান্ডেলে কোন বিনোদনের ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের পড়তে হয় চরম বিপাকে। দূরদূরান্ত জেলা থেকে অনেকেই আসে সারাদিন মেলায় ঘুরাফেরা করে মধু মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্কাস দেখার পর পরিশেষে যাত্রাপালা দেখে বাড়ি ফিরবেন। কিন্তু যাত্রাপালা না থাকায় অধিক রাতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাড়িতে ফিরতে হয়। বাড়িতে ফিরতে গিয়ে বিগতদিনে অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বশান্ত হওয়ার ঘটনাও রয়েছে। এছাড়াও মেলাতে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা নানান দোকানপাট নিয়ে আসেন। সারারাত বিনোদনের ব্যবস্থা বা যাত্রাপালা না থাকায় মেলার মাঠে লোকসমাগম তুলনামূলক খুবই কম হয়। যার কারণে মেলার মাঠে দোকান মালিকদের বেচাকেনা কম হওয়ায় লোকসান গুনতে হয় অনেক ব্যবসায়ীদের। সেজন্য এবছর মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা প্যান্ডেলে যাত্রা প্রদর্শনের জন্য জেলা প্রশাসনের নিকট জোরালো দাবি জানিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, বাংলাদেশ সেনাবাহিনী কেশবপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সমরেশ দত্ত, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এসএম শাহিন আহসান, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, মধুপল্লীর কাস্টোডিয়ান মোঃ হাসানুজ্জামান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর করির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, 

সুজনের সভাপতি হাজী রুহুল কুদ্দুস, সাগরদাঁড়ি প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বাবু, কবি খুসরু পারভেজসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.