কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হেফজখানা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর আজীবন সদস্য সম্মেলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হেফজখানা, এতিমখানার আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার এতিমখানার সভাপতি ও কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মছিহুর রাহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সুজনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক বুলবুল কুদ্দুস।

আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট গভর্নিং বডি, শিক্ষক এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হেফজখানার প্রধান হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী।

উল্লেখ্য, ১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অত্র প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালনা হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published.