খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভাঅনুষ্ঠিত

তমালিকা মল্লিকঃ  বাংলাদেশের দক্ষিণপশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনেঅত্যন্ত ঝূঁকিপূর্ণ যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছেসাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিতবৃষ্টিপাত, খরা লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী দক্ষিণপশ্চিমউপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলেরমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শফোরাম কাজ শুরু করে

২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থালিডার্সের সহযোগিতায় খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের য়োজনেলিডার্স, খুলনা আঞ্চলিক কার্যালয়ে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভাঅনুষ্ঠিত হয়

অর্ধবার্ষিক সমন্বয় সভায় ফোরামের সভাপতি অনুপস্থিত থাকায় সবারসম্মতিক্রমে সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধানজনাব গৌরাঙ্গ নন্দীউক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাড. শামীমা সুলতানা শীলু, এস. এম. এ রহিম, খোকন সিকদার, শরিফুল ইসলামসেলিম, অ্যাড. পপি ব্যানার্জী, মাহফুজুর রহমান মুকুল, অ্যাড নুরুন্নাহারপলি, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী কৌশিক রায় এবং অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক।  উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবেউপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন ফোরামেরপরবর্তীমাসে গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়নে তারা কার্যকর পদক্ষেপগ্রহণ করবে যা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলেসকলে প্রত্যাশা করেন

Leave a Reply

Your email address will not be published.