খুলনা নগরীর ৭১টি পূজামণ্ডপে প্রায় ৭ লাখ টাকা বিতরণ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনা নগরীর ৭১টি পূজামণ্ডপে প্রায় ৭ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওই অনুদানের অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ নগরীর ৭১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ছয় লাখ ৩৫ হাজার টাকার অনুদানের অর্থ তুলে দেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.