গভীর রাতে আমতলীর ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী বাজারে গভীর রাতে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় অর্ধ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে।
জানা যায়, উপজেলার খেকুয়ানী বাজারের  চৌরাস্তার উত্তর দিকে রাত ১টা ১৫ মিনিটের সময়ে  বেল্লালের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পরে।খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে পুড়ে ব্যবসায়ী নুর আলম. জামাল,এাহিন,  ইমরান, রুস্তুম মৃধা,বেল্লাল,সজরুল,পরিমল,মনির, সোহাগ,ছত্তার,হেলাল দেলোয়ারের দোকান ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরদ বলেন,বেল্লালের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ১৫ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা আরো বলেন,ফায়ার সার্ভিসের গাড়ী খেুকুয়ানী ঝুকিপূর্ন ব্রিজ দিয়ে না আসতে পারার কারনে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহিন কাঁদতে কাঁদতে বলেন, মোর সব শেষ হইয়া গ্যাছে। মুই জীবনে যা কামাই হরছি হ্যা সব পুইরা ছাই হয়ে গেছে। মোর নগদ দেড় লক্ষ টাকাসহ অন্তত ৮ লক্ষ টাকার মালামাল পুইড়া গ্যাছে।
ফায়ার সার্ভিসৈর ওয়েয়ার হাউজ  ইন্সপেক্টর মোঃ হানিফ মিয়া বলেন,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ঘটনা শুনে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.