চকরিয়ায় আলোকিত মেধা বিকাশ স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) ঃ আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন চকরিয়া কোরক বিদ্যাপীঠ এ আজ বৃহস্পতিবার ১৯/১২/২০২৪ ইং তারিখ আলোকিত মেধা বিকাশ স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১.০০ টায় শুরু হয়ে দুপুর ১.০০ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় তিন শতাধিক বিদ্যালয়ের প্রায় ২০০০ (দুই হাজার) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাফর আমিন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক নুরুল আখের এবং মাধ্যমিক শাখার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের। মাধ্যমিক শাখার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম। পরীক্ষার পর্যবেক্ষক ও সমন্বয়ক হিসেবে ৫০ (পঞ্চাশ) জন শিক্ষক দায়িত্ব পালন করেন।
 প্রাথমিক শাখার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সওদাগর ঘোনা বটতলী মাহমুদুল করিম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিন। প্রাথমিক শাখার সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোহাম্মদ বেদারুল ইসলাম। প্রাথমিক শাখার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল হক।
সমন্বয়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ শওকত আলী, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজাহান, চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাফর আলম, কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আজিম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোহাম্মদ কাউছার আলম। আর্থিক মনিটরিং এর দায়িত্বে ছিলেন শারমিন জাফর এবং সার্বক্ষণিক যোগাগের দায়িত্বে ছিলেন মোর্শেদ কবির।

Leave a Reply

Your email address will not be published.