ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) ঃদক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ ও আলোড়ন সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের মাধ্যমিক শাখায় অর্থাৎ ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ০২/০১/২০২৫ থেকে ০৯/০১/২০২৫ তারিখ পর্যন্ত চলবে। তাছাড়া, পুরাতন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ০১/০১/২০২৫ ইং তারিখ থেকে ১৫/০১/২০২৫ ইং তারিখ পর্যন্ত চলবে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক নুরুল আখের কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখিত সময়সীমার মধ্যে নতুন শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের অফিসে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায়, অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পুরাতন শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। প্রসঙ্গত, গত ৩০/১২/২০২৪ ইং তারিখ চকরিয়া কোরক বিদ্যাপীঠের ভর্তি লটারির ফলাফল প্রকাশিত হয়।