ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ইউ’পি চেয়ারম্যান ওয়াজেদ গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ।
শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার নিজ বাড়ি উদয়পুর ইউনিয়নের নওয়ানা সারুঞ্জা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান ওয়াজেদ আলী উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক গ্রেফতারের এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাচেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা মামলায় ওয়াজেদ আলী এজাহার নামীয় আসামি। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published.