মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলার তালখুর গ্রামের শহীদ রিতা আক্তার এর মা রেহেনা বিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি তামিম সরকার ও রাতুল, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রউফ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আলিম এবং প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ।
শেষে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শহীদ রিতার মাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ছাইফুল ইসলাম।