ছিনতাই এর কাছথেকে কে উদ্ধার করবে উত্তরাবাসীকে, আইনশৃঙ্খলা বাহিনী কবে সচেতন হবেন

কালের সংবাদ ক্রাইম ডেক্স ঃ ছিনতাইকারীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে উত্তরায়। শুধু ভুতুড়ে রাস্তা কিংবা ঘুটঘুটে অন্ধকারের অলিগলিতেই নয়, এখন উত্তরার গুরুত্বপূর্ণ সড়কেই প্রকাশ্যে দিবালোকে ঘটছে ছিনতাইয়ের ঘটনা যা উত্তরার সাধারণ জনগনকে আতংকে রাখছে। এসব ঘটনা অনেক সময় পুলিশের নাকের ডগায়ই ঘটছে।

কখনো অস্ত্র ঠেকিয়ে আবার কখনো বিভিন্ন কৌশলের মাধ্যমে ছিনতাইয়ের শিকার হচ্ছেন মানুষ।

উত্তরার আইনশৃংঙ্খলা বাহিনী তাদের আসল দায়িত্ব জনগণের নিরাপত্তা দেয়ার বিষয়টি সঠিকভাবে করতে পারছে না বা করছেনা বলে সাধারণ জনগন মনে করছে।

দিনে রাতে রাজধানীর উত্তরা হয়ে উঠেছে অনিরাপদ।উত্তরা ছিনতাইকরীদের জন্য একটি নিরাপদ স্হান বর্তমানে। রাতে দূর-দূরান্ত থেকে আসা মানুষগুলো বাস, ট্রেন থেকে ঢাকার আবদুল্লাহপুর-টঙ্গী, উত্তরায়, নামার পর স্বল্প দূরত্বের গন্তব্যেও যেতে পারছে না। মানুষ এখন আতঙ্ক নিয়ে চলাফেরা করছে।

সাধারণ মানুষ চায় এর থেকে বাচঁতে। মানুষ বলছে এদেরকে জেলে পাঠালে কয়েকদিনের মধ্যেই বেরহয়ে আসছে এবং এসে আরো বেপোরোয়া হয়ে কাজে নামছে।

সাধারণ জনগন উত্তরা বাসীকে কে বাঁচাতে পারবে ছিনাতাইয়ের হাত থেকে ?

উত্তরার জনগন ভাবছেন আইনশৃংঙ্খলা বাহিনী কি কারনে ব্যার্থ বা কেনো কন্ট্রোল করছেননা।

ছিনতাইকারীরা ধরাও পড়ছে আবার জেলেও যাচ্ছে। কিন্তু কারাগারে তাদের প্রোপারলি রিহেবিলিটেশন করানো হচ্ছে না। তাই এরা বের হয়ে আবারো ছিনতাইয়ের কাজেই জড়াচ্ছে।

সাধারণ জনগন মনে করেন ক্রস ফায়ারই উপযুক্ত সমাধান।

Leave a Reply

Your email address will not be published.