জয়পুরহাটে ক্ষেতলাল নাগরিক সংঘ” নামে একটি সংস্থার আত্মপ্রকাশ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে চার শতাধিক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে নাগরিক সংঘ” সমাজ সেবামূলক একটি সংস্থা আত্মপ্রকাশ করেছে।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় সংস্থাটির সভাপতি ফিশারি অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃক্ষ রোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ ফাররুখ, সহ-সভাপতি সাংবাদিক-কলামিস্ট ও শিক্ষক মশিউর রহমান খান, মোঃ জোহা, সাধারণ সম্পাদক মোঃ সাফিসহ বিভিন্ন দায়িত্বশীল সদস্যবৃন্দ।

বটতলী থেকে ক্ষেতলাল সংযোগ সড়কে বকুল ফুল, কৃষ্ণচূড়া, তমাল, সোনালী ও জারুল সহ বিভিন্ন প্রজাতির ৪শতাধীক বৃক্ষ রোপণ করা হয় ।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায়, নেতৃবৃন্দরা বলেন, এ সংস্থাটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজ এর মাধ্যমে সমাজের গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার পরিকল্পনা রয়েছে যাতে সমাজে যারা মেধাবী তারা আর্থিকভাবে কোন সংকটে না থাকে এবং তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। জয়পুরহাট জেলাসহ সারা দেশে সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় সংস্থাটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির উপদেষ্টা মন্ডলির সদস্য, ওবায়দুর রহমান সুইট, আব্দুল আলিম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রতিনিধি মিলন রায়হানসহ আঃ রাজ্জাক দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি আঃ হাই মিলন দৈনিক আজকের সংবাদ উপজেলা প্রতিনিধি সাহিন ইসলাম দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published.