জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ধামইরহাট উপজেলা দল

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :  “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় নওগাঁ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ধামইরহাট উপজেলা দল।
বৃহস্পতিবার নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবলের পাশাপাশি এর আগে এই আয়োজনে ক্রিকেট, ভলিবল,কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় জমায় ক্রীড়াপ্রেমীরা।
ফুটবলে, বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ধামইরহাট উপজেলা দল এবং নওগাঁ পৌরসভা দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে নওগাঁ পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধামইরহাট উপজেলা দল।
অন্যদিকে, ফুটবলে বালিকা বিভাগের ফাইনালে বদলগাছি উপজেলা দল ও ধামইরহাট উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। দারুণ দক্ষতার প্রমাণ দিয়ে বদলগাছি উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে ধামইরহাট উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *