জামায়াত ক্ষমতায় আসলে আমরা দেশের মালিক হবো না আমরা আপনাদের সম্পদের পাহারাদার হবো’

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ তারিখে প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবোও না ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, ‘যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের (জনগণ) ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হবো না; আমরা তখন হবো আপনাদের সম্পদের পাহারাদার, চৌকিদার।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে এ দেশ তুলে দিতে হবে। তিনি বলেন, সংস্কারের জন্য যা সময় দরকার আমরা তা দিতে প্রস্তত। তবে যেনতেন নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।
জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা-উপজেলা পর্যায়ে জামায়াত নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published.