জুলাই-আগস্ট আন্দোলনে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ জুলাই-আগস্ট আন্দোলনে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০টি জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৮ শহীদ পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি ৯০ লাখ টাকার চেক প্রদান করা হয়। 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি হাসানুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, আশরফা খাতুন ও ওয়াহিদুজ্জামান।

স্বাগত বক্তব্যে রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। এ বাংলাদেশ আত্মপ্রত্যয়, দুর্বার ও সাহসের বাংলাদেশ। নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। এই অভ্যুত্থানের ইতিহাস নতুন বাংলাদেশের ছাত্রজনতার সংগ্রামের ফসল। ছাত্রজনতার আন্দোলনকে একটি মহল অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলো। অভ্যুত্থানকে বির্তকিত করার চেষ্টা এখনও চলছে। ছাত্রদের স্পৃহা, মনের আকাঙ্খা আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন। গত ১৫ বছর সকলক্ষেত্রে বৈষম্য ছিলো। আমাদের সমাজ ও বাংলাদেশকে বৈষম্যহীনভাবে গড়ে তুলতে হলে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও খুলনা

Leave a Reply

Your email address will not be published.