জয়পুরহাটের ২টি আসনে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের ২ টি আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪জানুয়ারি) দুপুরে জেলার জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) জয়পুরহাট-২ ( কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) উপজেলা গুলোতে সংশ্লিষ্ট উপজেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশি পাহারায় সরঞ্জাম পাঠানো হয়।
 ভোটের দিন সকালে ব্যালট কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা।
জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এক টাস্কফোর্স সেনাসদস্য (১৬০ জন) একজন লে:কর্ণেল এর নেতৃত্বে নির্বাচনে বেসামরিক প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার (৪জানুয়ারি) থেকে কাজ শুরু করতে যাচ্ছে।
জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সালেহীন তানভীর গাজী বলেন, আজ ব্যালট পেপার জেলা ট্রেজারি থেকে সকল উপজেলায় পৌছানো হয়েছে । এগুলো উপজেলা পর্যায়ে সংরক্ষিত থাকবে। পরে নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে এ গুলো পাঠানো হবে। সেখানে ব্যালটের নিরাপত্তায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.