জয়পুরহাটে অনলাইন নাগরিক সেবার কার্যক্রমের উদ্বোধন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার অনলাইন নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি পৌর সভার আয়োজন করেন।আজ বুধবার(২৯মে) দুপুরে পৌর কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল হক বাবুল।
পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নুর হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, আনিছুর রহমান বাচ্চু, মামুন ফকির, আমজাদ হোসেন, মুনসুর রহমান সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবুর অনলাইনে নাগরিক সনদপত্র প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় মুক্তিযোদ্ধা ও পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.