জয়পুরহাটে মুজিব একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারণায় মেয়র মোস্তাক

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর।  সিনেমাটি মুক্তি উপলক্ষে  বৃহস্পতিবার রাতে শহরের বাটার মোড়, পাচুরমোড়েসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সিনেমার লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়াও সিনেমাটি ব্যবসায় সফল হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র।
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটির প্রচারনায় জপুরহাট পৌর আ’ লীগের সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা,জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ তমাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Leave a Reply

Your email address will not be published.