জয়পুরহাট পিকআপে আগুন দেওয়ায় ঘটনায় যুবক গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় হাসান বশরী (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
বুধবার সকালে(২৯ নভেম্বর)সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ ভোর চারটায় জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান বশরী জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক গ্রামের ফজলুল হকের ছেলে।
র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার বরাত দিয়ে ।
র‍্যাব সূত্রে জানা গিয়েছে , গত ১৮ নভেম্বর জয়পুরহাটে চকদাদরা ফকিরপাড়া গ্রাম সংলগ্ন খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে  সড়কে পিকআপের গতিরোধ করে  ৩০/৩৫ জন লোক পিকআপটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। পিকআপটি রাজশাহীর নওহাটা থেকে জয়পুরহাটের দিকে আসছিল। সংবাদ পাওয়ার সাথে সাথে র‍্যাবের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
র‌্যাবের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, “পিকআপে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় এজহার নামীয় আসামী হাসান বশরী গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.