মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার ‘গদখালী ফুলের রাজ্যে’ সুশৃঙ্খল সুরতি নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মজীবীদের নিয়ে,খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ জাকারিয়ার,মতবিনিময় সভা করেন।
২২ শে জানুয়ারী বুধবার বেলা ১২ টার সময় ঝিকরগাছার গদখালী বাজারে নাভাণর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ জাকারিয়া শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো বা হাইড্রলিক হরেন না বাজানো এবং মহাসড়কের উপর অবৈধভাবে তিন চাকার গাড়ি চলাচল না করার নিষেধাজ্ঞা দেন।
তিনি আরো ঝিকরগাছা বাজার, গতখালী বাজার,নাভারন বাজার ও বেনাপোল স্থলবন্দরের মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেন। নাভাণর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানকে মহাসড়কের পাশের সকল অবৈধ দোকানপাঠ উচ্ছেদের নির্দেশ দেন। পরে মতবিনিময় সভা শেষে,নাভাণর হাইওয়ে থানা পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন,যশোর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান,এসআই মোঃ ইউসুফ শেখ,এসআই মোঃ আজিজুল, এসআই মোঃ সালাউদ্দিন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,ঝিকরগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম, গদখালি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ গণমাধ্যম কর্মীগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।