টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান মালেক মণ্ডল

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ২হাজার ২শত পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে।

আজ(৩০ জুলাই-২০২৩ রবিবার বেলা ১১টায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা ডিজিটাল চেয়ারম্যান মোঃআব্দুল মালেক মন্ডল। টিসিবির পণ্য বিক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মোক্তার হোসেন,আজগর আলী(১)আজগর আলী (২),রবিউল ইসলাম,ফেন্সিয়ারা,আরিফুননা বেগমসহ স্থানীয়রা গণ্য।এসময় টিসিবির পণ্য সামগ্রী ৪৭০ টাকা মুল্যে প্যাকেজ আকারে সয়াবিন তেল ২কেজি,মশুর ডাল ২কেজি,চাল ৫ কেজি প্রদান করা হয়েছে।

টিসিবির পণ্য গ্রহনকারীরা জানান ,বর্তমান বাজারে পণ্যের দাম অনেক বেশি,এরই মধ্যে সরকারের এমন ব্যবস্থা সন্তোষজনক,এই রকম প্রক্রিয়া অব্যাহত থাকায় আমাদের অনেক উপকার হচ্ছে। দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান,বর্তমান বাজারে পণ্যের দাম খুবই চড়া এই অবস্থায় সরকার গরীব অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করায় জনসাধারণ অনেক স্বস্তি পেয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ।তিনি অসহায় গরিব নিম্ন আয়ের মানুষের জন্য টিসিপির পণ্য বিতরণ অব্যাহত রেখেছেন।এই প্রক্রিয়া সরকার অব্যাহত রাখলে নিম্ন আয়ের মানুষদের অনেক উপকার হবে।

Leave a Reply

Your email address will not be published.