নওগাঁর বদলগাছীতে পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সিয়াম সিদ্দিকী বিশেষ প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) ঃ  নওগাঁর বদলগাছী উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত ১৯ জানুয়ারী হতে ২১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। থানা সুত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার ইউসুবপুর গ্রামের নূর ইসলাম গত ৩ জানুয়ারী উপজেলার জাবারীপুর হাট তার ফ্লেক্সি ও ঔষধের দোকান থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে বটতলী নামক স্থানে নূর ইসলামের গতি রোধ করে মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার ১৮০ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রটি।

এ বিষয়ে থানায় মামলা হলে থানা পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ও সহকারী পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল এর তত্ত¡াবধানে বদলগাছী থানা অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ও মামলার আই ও এস আই নিহার অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রসুলপুর গ্রামর পলাশ পাহান, আদমদীঘি উপজেলার শতদল কুমার বসাক ও রাসেল হোসেন (৪২) কে গ্রেপ্তার করে। শতদল আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক দেব্রাইল গ্রামের রাজু হোসেন (২৭) সফিকুল ইসলাম শাকিল(৩৬), সাঘাটা থানার রাসেদ মিয়া(২৬), সবদুলপুরের ইউসুব আলী (২২ কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন আটককৃতদের কাছ থেকে ১০০ সিসি বাজাস মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, পুলিশ পরিচয়ে ব্যবহৃত মোবাইল ফোন ৩টি, অস্ত্রের মত খেলনা পিস্তলসহ আরো অন্যান্য আলামত উদ্ধার করা হয়। আটককৃতদের নামে বিভিন্ন জেলা থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *