নওগাঁয় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্র নিহত ২ জন ছাত্র সহ ৩ আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় পিকআপ কে ওভারটেক করার সময় দুটি  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (১৬) নামে কিশোর এক স্কুলছাত্র নিহত হয়েছে হয়েছেন।
এ মর্মান্তিক দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন ছাত্র মোট ৩ জন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিনগত সন্ধার পূর্বে নওগাঁর মান্দা থানাধীন নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর নামক এলাকায়।
নিহত ছাত্র ফারুক হোসেন হলেন, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন এর মেলান্দী গ্রামের মেহেরাজ হালদারের ছেলে। আহতরা হলেন, অয়ান হালদার (১৫), শান্ত ইসলাম (১৬), তারা গ্রামের বাসিন্দা এবং তারা সকালেই বেলনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র বলে প্রাথমিক ভাবে জানাগেছে। এছাড়া অপর আহত মোটরসাইকেল আরোহী হলেন, নওগা জেলা সদর উপজেলার কেশরপুর গ্রামের আশরাফুল ইসলাম (৪৬)। আহত ছাত্র শান্ত ইসলাম জানান, তারা ৩ জন সহপাঠি (ছাত্র) একটি মোটরসাইকেল যোগে তারা নওগাঁর মান্দা উপজেলায় কুসুম্বা মসজীদ দেখতে আসেন। দেখার পর বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মোহাম্মদপুর এলাকায় পৌছালে একটি পিকআপ কে একই সাথে বিপরীদমুখি দুটি মোটরসাইকেল ওভাটেক করার সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে সড়কের উপর ছিটকে পড়ে। এতে দূর্ঘটনাস্থলেই ফারুক হোসেন নিহত হোন। স্থানিয়রা আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হস্তান্তর করা হয়। আহতদের মধ্যে আয়ান হালদারের অবস্থা গুরুতর বলে জানাগেছে।
সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে নিহত ছাত্রের মৃতদেহ উদ্ধার পূর্বক থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি সংবাদ সংগ্রহকালে আরো জানান, নিহতের পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.