নওগাঁয় ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে নিজস্ব সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম সভাপতিত্ব করেন।
মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কিউ এম সাঈদ টিটো, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ ও মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ল্যাম্ব প্রোজেক্টের প্রোগ্রাম এসিস্ট্যান্ট তোজাম্মেল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ রুবী আকতার, ল্যাম্ব এর টেকনিক্যাল অফিসার ইছাবর হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় জানানো হয়, ২০০৬ সাল থেকে ওমেন্স হোম ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় পার্বতীপুর দিনাজপুরের ল্যাম্ব এফএস-
এফজিএফ প্রেজেক্ট মহিলাদের ফিস্টুলা নির্মূলে কাজ করে যাচ্ছে। প্রকল্পের আওতায় ফিস্টুলা রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়। এলক্ষে আগামী ২৬ এপ্রিল মহাদেবপুরে ফিস্টুলা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এসময় মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, অর্থ সম্পাদক এস, এম, শামীম হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, মহাদেবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সহ-সভাপতি ওয়াসিম আলী, সাংবাদিক আইনুল হোসেন, সাংবাদিক সুমন কুমার বুলেট, মেহেদী হাসান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.