মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : সোমবার (৬ জানুয়ারি) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার সকল অফিসারের সাথে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল , এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত চেকপোস্ট পরিচালনাসহ সামগ্রিক কার্যক্রমে সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উক্ত অপরাধ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।