নঠকোমারী ঈদগাঁও চার রাস্তার মোড়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে এমপি শিবলী সাদিকের নগদ অর্থ প্রদান

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নে নঠকোমারী ঈদগাঁও চার রাস্তার মোড়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে নগদ দশ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচনের প্রচারণা মাঝে খবর পেয়ে নঠকোমারী ঈদগাঁও চার রাস্তার মোড়ে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থলে  উপস্থিত হন। মানবতার দূর্ত দুই বারের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এই অর্থ তুলে দেন।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান উপস্থিত ছিলেন,
এসময় নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবাররা বলেন, অগ্নিকাণ্ডে আমাদের দোকান পাট পুড়ে ছাই হয়ে যায়। এই মানবিক সহায়তা নগদ টাকা পেয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো।

উল্লেখ্য, গত ২২শে ডিসেম্বর  রাত তিনটা দিকে বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের নঠকোমারী ঈদগাঁও চার রাস্তার মোড়ে ৫টি দোকানে  বিদ্যুতের শর্ট-সার্কিটে আগুনে বশীভূত হয়।

Leave a Reply

Your email address will not be published.