উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সময় পুলিশ সুপার আসন্ন দূর্গা পূঁজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূঁজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ব্যক্ত করেন। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।