নাটোরের তরুন সাংবাদিক “বেল্লাল হোসেন বাবু’র ৩০ তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক :  নাটোরের তরুন সাংবাদিক বেল্লাল হোসেন বাবু’র জন্মদিনে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। সাংবাদিক বেল্লাল হোসেন বাবু ১৯৯৫ ইং সালের ১৫ জানুয়ারী (এই দিনে) নাটোর জেলার ০১ নং সুকাশ ইউনিয়নের বিনাহার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
তার বাবা মৃত আবু বক্কর সিদ্দিক ও মাতা মোছাঃ বিউটি পারভীন।

বেল্লাল হোসেন বাবু সে শিক্ষাজীবনের পাশাপাশি ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক পুনরত্থান, দৈনিক আমাদের মাতৃভূমি, দৈনিক বিশ্ব মানচিত্র, দৈনিক কালের সংবাদ পত্রিকাসহ লন্ডন থেকে প্রকাশিত দৈনিক প্রতিবাদ ও চ্যানেল ইনসাফ ২৪ এ স্টাফ রিপোর্টার ও বিডি স্টার টিভিতে নাটোর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসতেছেন।

এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন ও পিন্ট পত্রিকায় নিয়মিত কাজ করছেন। সাংবাদিক বেল্লাল হোসেন বাবু সে একজন অত্যন্ত নির্ভৃতচরী, বিনয়ী সৃজনশীল ও সাদা মনের একজন গুনী মানুষ।

সাংবাদিক বেল্লাল হোসেন বাবু জানান,আমি জানিনা আর কতদিন দুনিয়ায় বাঁচবো, তবে যতদিন বেঁচে থাকবো দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ। সত্য বলতে দ্বিধা করিনা অন্যায়ের সাথে আপোষ করিনা।সাংবাদিকদের কলম হোক দেশ ও মানুষের জন্য।

Leave a Reply

Your email address will not be published.