নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে ২জন জুয়ারী গ্রেফতার

বিল্লাল হোসেন বাবু প্রতিনিধ : নাটোরের সিংড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও সিংড়া থানা পুলিশের যৌথ অভিযানে ২জন জুয়ারী’কে আটক করা হয়। রবিবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন ও ডাহিয়া ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী ও সিংড়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ২জন জুয়ারী কে আটক করা হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বিভিন্ন জেলা হতে মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল যোগে জুয়ারী রা উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার, কুড়িপাকিয়া, দক্ষিণ শুকান গাড়ী, সাহেবের আধখোলা, বামিহাল বাজার, ও ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংড়ি, মুশিগাড়ি, একশিং, তারাই, বড়গাঁও বিয়াস সহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে নিয়মিত জুয়া খেলে। রবিবার দিবাগত রাত এগারোটা হতে একটা পর্যন্ত গোপন সংবাদ এর ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আটককৃত আসামিরা হলেন,
১। মোঃ বেলাল হোসেন (৫৩) পিতা মোঃ আজহার আলী, ২। মোঃ দেলোয়ার হোসেন (৪৫) পিতা অজ্ঞাত, উভয়ের সাং উত্তর সুকানগাড়ী,থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া।

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো কয়েকজন জুয়ারী পালিয়ে যায়। নাটোর কাদিরাবাদ সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির বলেন, আটককৃত আসামিদের আটক করে নিকটস্থ সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জুয়ারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *