না ফিরার দেশে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারাফাত ও কলেজ ছাত্র মনিরুল

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: না ফিরার দেশে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুরের সমন্বয়ক সারাফাত(২২)।
সারাফাত ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট  ২য় বর্ষে শিক্ষার্থী এবং শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম (২৩)। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের ধনজইল মোড়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সারাফাত মহাদেবপুর কলেজপাড়া মাহমুদান নবীর ছেলে। তার গ্রামের বাড়ী খাজুর ইউনিয়নের জয়পুর সরদার পাড়া। মনিরুল ইসলাম উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন দুই বন্ধু সারাফাত ও মনিরুল। পথে ধনজইল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে ওসি হাসমত আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠাই। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
শোক সপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক, দৈনিক মহাদেবপুরের খবরের সম্পাদক ও প্রকাশক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *