নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজের আবেদন নাকচ

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজ করার আবেদন আদালত নাকচ করেছে। মেয়র অ্যাডামস গত সেপ্টেম্বর মাসে ঘুষ গ্রহণ এবং অবৈধ ক্যাম্পেইন অনুদানের অভিযোগে অভিযুক্ত হন। তিনি বিভিন্ন বিলাসবহুল ভ্রমণ সুবিধা গ্রহণের বিনিময়ে রাজনৈতিক সুবিধা প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ফেডারেল প্রসিকিউটররা বলেন, অ্যাডামস ফায়ার ডিপার্টমেন্টের পরিদর্শকদের চাপ দিয়ে ম্যানহাটনে নতুন তুর্কি কনসুলেটের অনুমোদন করিয়েছিলেন এবং এর বিনিময়ে তিনি বিলাসবহুল ভ্রমণ সুবিধা পেয়েছিলেন।

অ্যাডামস তার বিরুদ্ধে আনা ঘুষের অভিযোগ খারিজ করার জন্য আদালতে আবেদন করেছিলেন, কিন্তু বিচারক ডেল হো তার আবেদন নাকচ করে দিয়ে বলেন, এই অভিযোগ সেকেন্ড সার্কিটের আইনি মানদণ্ড পূরণ করে। অ্যাডামস নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এদিকে, সোমবার (১৭ ডিসেম্বর) নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি অ্যাডামসকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন, তবে তিনি অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানেন না।

অ্যাডামস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, আমরা শুধু এই শহরের উন্নয়ন নিয়ে আলোচনা করি।

এ ছাড়া, অ্যাডামস প্রশাসনের একাধিক সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে ইঙ্গ্রিড লুইস-মার্টিন, মেয়রের প্রধান উপদেষ্টা গত রবিবার পদত্যাগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.