নিয়ামতপুরে ওযু করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

জাকির নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর নিয়ামতপুরে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে রোজিফা বেগম(৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত রোকেয়া বেগম ওই এলাকার মোকছেদ আলীর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে গতকাল (১৪ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে। তবে তাঁর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করতে গোসল খানায় যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ছেলে ইমরান আলী (৩৫) মসজিদ থেকে বাড়ি ফিরে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্হানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর ঘটনায় অনুসন্ধান চলছে। পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *