জাকির হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীরকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ২ নং চন্দননগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: আজাদ আলীর সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং অত্র ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো: সাইফুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক নূরনবী নুহু, সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও ৩১ দফার অন্তর্ভুক্ত কৃষকদলের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।