নিয়ামতপুরে ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ ও আহতদের স্মরণে সভা

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ  জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ ও আহতদেও স্মরণে নিয়ামতপুওে সস্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ স্মরণ সভার আয়োজন কওে নিয়ামতপুর উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। সভার শুরুতেই শহিদ ও আহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ কওে স্বাগত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের গুলিবিদ্ধ আহত ছাত্রনেতা রিফাত তরফদার, আহত নাসির উদ্দীন ও শহিদ রায়হানের পিতা আল মামুন।
সেই দিনের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে শোকাহত পিতা মামুনের কন্ঠ রুদ্ধ হয়ে আছে। দুচোখ বয়ে নেমে আসে অশ্রজল। এমন হৃদয় বিদারক ঘটনায় হলরুমে নেমে আসে স্তব্ধতা। ভারি হয়ে উঠে পরিবেশ। তারা বর্বরচিত এ ঘটনার সাথে জড়িতদেও বিচার দাবী করেন। এছাড়াও সস্মরণ সভায় বক্তৃতা করেন সমন্বয়ক রায়হান,  উপজেলা জামাতের আমীর নওশাদ আলী, বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, পল্লি বিদ্যুতের ডিজিএম  মোসাদ্দেকুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল লতিব, কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.