নিয়ামতপুরে মাছ ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার, আওয়ামী লীগের প্রপাগাণ্ডা বাস্তবায়ন করছে একটি চক্র

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের মাছ ছিনতাইয়ের অভিযোগ তুলে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই আব্দুল মতিন সোনারসহ আরও কয়েকজনকে।
তবে এ ঘটনায় নিজের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন আব্দুল মতিন সোনার।
তিনি আজ মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকেলে  গণমাধ্যমকে জানান, বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের পুকুরের মাছ ছিনতাইয়ের যে সময় উল্লেখ করা হয়েছে তখন আমি উপজেলা সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমির) কার্যালয়ে ছিলাম।
তিনি আরও বলেন, আমার বড় ভাইয়ের জনপ্রিয়তায় হিংসাত্মক হয়ে আব্দুর রহমান, রেজাউল করিম ও সেকেন্দারসহ আরও অনেকে আওয়ামী লীগের কতিপয় ব্যক্তির সহযোগিতায় আওয়ামী লীগের প্রপাগাণ্ডা বাস্তবায়নের হীন লিপ্সায় মত্তো হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ হীন উদ্দেশ্য নস্যাৎ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.