নিয়ামতপুরে মানবাধিকার কমিশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” এই স্লোগানকে সামনে রেখে ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান শাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, নিয়ামতপুর মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, ডাসকো ফাউন্ডেশনে উপজেলা সমন্বয়ক আব্দুর রাজ্জাক, আবেদ হোসেন মিলন মানবতাবাদী আ্যডভোকেট এনামুল হক প্রমূখ। কর্মশালায় মানবাধিকারের কার্যপরিধি ও ন্যায়বিচার নিয়ে আলোকপাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.